চিরন্তন অমূল্য বাণী ।
❖ পা পিছলে পড়ে যাওয়া
লজ্জার
কথা নয়।
বরং যথা সময়ে উঠে না
দাঁড়ানোই
লজ্জার ব্যাপার।
❖ তর্কে জেতা বুদ্ধিমানের
কাজ নয়
বরং বুদ্ধিমানের কাজ হল
তর্কে না জড়ানো।
❖ তুমি যতটা মূল্যবান
ততটা সমালোচনার পাত্র হবে।
❖ বুদ্ধির সীমা আছে কিন্তু
বোকামীর
কোন সীমা নেই।
❖জ্ঞানী মূর্খকে চিনতে পারে
কেননা সে জ্ঞানী।
পক্ষান্তরে মূর্খ
জ্ঞানীকে চিনতে পারে না,
কেননা সে মূর্খ।
❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায়।
বৃষ্টি যতই
প্রবল হয় ছাতার ততই প্রয়োজন হয়।
❖ভূল করা দোষের কথা নয়
বরং ভূলের উপর প্রতিষ্ঠিত
থাকা দোষণীয়।
❖ মানুষের
সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ
উপার্জন করতে যেও না। কারণ,
বন্ধুত্ব
স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ
মাধ্যম।
❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর
যেমন
তারা পছন্দ করে। নিজের পছন্দ
মাফিক
আচরণ কর না। ❖আহমকের সাথে
তর্ক কর
না।
কারণ,মানুষ হয়ত দুজনের
মাঝে পার্থক্য
করতে ভূল করবে।
❖ তোমার স্ত্রীর
রুচি বোধকে অবমূল্যায়ণ কর না।
কারণ,
সে তোমাকে প্রথম পছন্দ করেছে।
❖তোমার পিঠে কেউ ততক্ষণ
পর্ন্তত
চড়তে পারবে না যতক্ষণ
না তুমি পিঠ নিচু কর।
❖ যে অধিকার আদায়ের
পেছনে চেষ্টা চালানো হয়
তা কখনই বৃথাযায় না।
❖ ইমাম মুসলিম (রহ) বলেন:
“শরীরকে আরামে রেখে
জ্ঞানার্জনকরা সম্ভব
নয়।”
❖ বেলাল বিন রাবাহ (রহ) বলেন:
“পাপ ছোট
কি না তা দেখনা বরং দেখ
যার অবাধ্যতা করছ তিনি কত বড়।''
❖রাফেঈ বলেন: “যদি তুমি
দুনিয়াকে
নতুন
কিছু
উপহার
দিতে না পার
তবে তুমি দুনিয়ার
একটি বোঝা।"
Friday, October 30, 2015
অমূল্য বাণী
By Education at 8:08 AM
No comments
Related Posts:
যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চায়যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চায়তবে তাকে যেতে দাও। তোমারনিয়তি কখনোই তারসাথে বাঁধা নয়যে তোমাকে ছেড়ে চলে যায়।কারো চলে যাওয়ার অর্থ এই নয়যে তোমার জীবনেরএখানেই সমাপ্তি, তোমার গল্পে তাদেরঅংশের সমাপ্তি ঘটেছে মাত্র। আর কারো জন্য … Read More
জীবনের প্রথম ব্লগ খুললাম । আশা সকলে আমাকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ শিক্ষার যাবতীয় উপকরণ এখানে পাবেন।… Read More
অমূল্য বাণীচিরন্তন অমূল্য বাণী । ❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে নাদাঁড়ানোইলজ্জার ব্যাপার।❖ তর্কে জেতা বুদ্ধিমানেরকাজ নয়বরং বুদ্ধিমানের কাজ হলতর্কে না জড়ানো।❖ তুমি যতটা মূল্যবানততটা সমালোচনার পাত্র হবে।❖ বু… Read More
বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি বলতে দক্ষিণ এশিয়ার দেশবাংলাদেশের গণমানুষের সাহিত্য, সংগীত, নৃত্য, ভোজনরীতি, পোষাক, উৎসব ইত্যাদির মিথষ্ক্রীয়াকে বোঝানো হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই্ এই সংস্কৃতি ভ… Read More
0 comments:
Post a Comment